তৃতীয় বারের জন্য ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়


কলকা(ভারত) প্রতিনিধি: প্রায় সাতাত্তর শতাংশ ভোট পেয়ে বিপুল ভাবে জয়ী হয়ে বাংলার মসনদে তৃতীয় বারের জন মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হতে চলেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়।
গতবারের বিধান সভায় জয়ী প্রার্থী মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের থেকেও বিপুল ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
এখন পর্যন্ত আঠারো রাউন্ড গোনা হয়েছে আরও বাকি তিন রাউন্ড। তিন রাউন্ড শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে আনুষ্ঠানিক ভাবে।
অপর প্রতিদ্বন্দি প্রার্থী বিজেপির প্রিয়ঙ্কা টিব্রেওয়াল পেয়েছেন ঊনিশ শতাংশ ভোট এখনও পর্যন্ত। অন্যান্য তিন জায়গাতেও তৃণমূল বিশেষ সুবিধাজনক অবস্থাতেই আছে।
‘ঘরের মেয়ের’এই বিপুল ভোটের জয়কে ‘মিনি ভারত বর্ষ ‘মোদি শাহ বিরোধী’ মিশন  ২০২৪’ সূচনা করবে বলে ধারনা রাজনৈতিক মহলের।
ইতিমধ্যেই ভবানীপুর তথা সমগ্র কলকাতাতে ছড়িয়ে পড়ছে কর্মী সমর্থকদের উন্মাদনা। কিছুতেই যেন আর অপেক্ষা করতে রাজি নয় ফাইনাল রাউন্ডের ফলাফলের জন্য। স্থানীয় প্রশাসনের তরফ থেকে শান্ত থাকার আবেদন করা হচ্ছে  করোনা বিধিকে উপেক্ষা করা চলবে না কিন্তু সমর্থকদের উচ্ছাস কোন বাঁধনকেই মানতে চাইছে না তবুও সরকারি বিধি মানতেই হবে।ফাইল রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.