তুষারপাত মৃত্যু হয়েছে পাঁচ জনের

বিশেষ (ভারত) প্রতিনিধি: গত কয়েক দিন ধরে উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রবল বৃষ্টি চলছে৷ একই সঙ্গে শুরু হয়েছে তুষারপাত এবং ধসও৷ যার জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে৷ আটকে পড়েছেন বহু পর্যটক৷
জানা গিয়েছে, কয়েকদিন আগেই উত্তরাখণ্ডের (Uttarakhand) তিনদারি অঞ্চলের কানাপাটা পাস হয়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন পাঁচ বাঙালি৷ কুড়ি অক্টোবর তাদের নীচে নেমে আসার কথা ছিল৷ কিন্তু চলতি সপ্তাহের শুরু থেকে প্রবল বৃষ্টি শুরু হওয়ার পরই তিনদারি পাসে আটকে পড়েন তাঁরা৷ বৃষ্টির সঙ্গে শুরু হয় ধস এবং তুষারপাত৷ তাতেই মৃত্যু হয় পাঁচ জনের৷
মৃতরা হলেন: বাগনানের চন্দ্রশেখর দাস, সরিৎ শেখর দাস এবং সাগর দে৷ এর পাশাপাশি রানাঘাটের প্রীতম রায় এং ঠাকুরপুকুরের সাগর দে-র মৃত্যু হয়েছে৷
বাঙালি ট্রেকারদের দ্বিতীয় দলটি দিল্লির কয়েকজনের সঙ্গে চিৎকুল, হর্ষিল রুটে লামখাদা পাস অতিক্রম করতে যান৷ এই দলটিতে বাংলা এবং দিল্লির কয়েকজন ছাড়াও বেশ কয়েকজন মালবাহক ছিলেন৷ সবমিলিয়ে দলটিতে ১৭ জন সদস্য ছিলেন দলটিতে৷ হর্ষিলের দিকে নামার সময়ই দুর্যোগের মধ্যে পড়ে দলটি৷
গত মঙ্গলবার ছ’ জন মালবাহক আইটিবিপি-র ক্যাম্পে এসে এগারো জনের নিখোঁজ হয়ে যাওয়ার কথা জানান৷ এর পরই উদ্ধারকাজ শুরু করে আইটিবিপি-র জওয়ানরা৷ বুধবারই তিনজনের দেহ উদ্ধার হয়৷ এ দিন আরও দু’টি দেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতদের মধ্যে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগণার সৌরভ ঘোষ, বিকাশ মৈকাল এবং কালীঘাটের বাসিন্দা শিবায়ন দাস৷ সবগুলি দেহই উদ্ধার করে হর্ষিলে নামিয়ে আনা হয়েছে৷
এ ছাড়াও অনিতা রাউত এবং তন্ময় তিওয়ারি নামে দু’ জনের দেহ উদ্ধার হয়েছে৷ এ ছাড়াও মিঠুন দারি নামে দক্ষিণ চব্বিশ পরগণার বাসিন্দা এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এখনও দু’ জন নিখোঁজ রয়েছেন৷ তাঁদের সন্ধানে হর্ষিল এবং চিৎকুলের দিক থেকে উত্তরাখণ্ড  এবং হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং আইটিবিপি-র জওয়ান ও সেনাবাহিনীর জওয়ানরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.