তীব্র গরমে নাজেহাল বাংলার পরিস্থিতি

প্রতীকী ছবি
কলকাতা (ভারত) প্রতিনিধি: সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও অব্যাহত গরমের দাপট। কলকাতার তাপমাত্রা ৪০ডিগ্রির সেলসিয়াসে ঘোরাফেরা করছে।
বাঁকুড়া-৪৩,৭ডিগ্রি,পানাগড়-৪৩,৫ ডিগ্রি,আসানসোল-৪৩,৭ডিগ্রি,পুরুলিয়া-৪২,৫ডিগ্রি ইত্যাদি।
জেলাগুলোতে তাপপ্রবাহের জন্য বেশকিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।আবার বেশকিছু স্কুলের সময়সীমা কমিয়ে আনা হয়েছে।
শিক্ষাদফতেরর এক নির্দেশিকায় বলা হয়েছে,যেহেতু এখনও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে সেই হেতু পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তারজন্য ও আর এস সহ পর্যাপ্ত পানিয় জল ও অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করতে বলা হয়েছে।
স্থানিয় চিকিৎসকদেরও সহায়তা নেওয়া হচ্ছে।
কলকাতার অনেক স্কুলে অনলাইনে ক্লাস চলছে। স্কুলের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। সরকার ভাবছে দু-একদিন পরিস্থিতি বুঝে গরমের ছুটি এগিয়ে আনা হবে।
স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে। বেলা এগারোটার পর প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করা হয়েছে। করোনার নতুন করে বাড়বাড়ন্তও চিন্তার ভাঁজ ফেলেছে।
ইতিমধ্যেই অনেকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আবহাওয়া দফতরের মতে এখনও ঠিক বৃষ্টিপাতের খবর নেই। যদিও উত্তর বঙ্গের জেলাগুলোতে বৃস্টি হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.