তিনের তালিকায় ভারতে ধনকুবেররা

কলকাতা (ভারত) প্রতিনিধি: ভারত ধনকুবেরের তালিকায় তিন নম্বরে অবস্থান করছে। প্রথম স্থানে ৭৪৮জন ধনকুবের নিয়ে শীর্ষ তালিকায় আছে আমেরিকা। এরপর ৭৪৫জন নিয়ে দ্বিতীয়ে আছে চীন। আর ভারত ১৪৫জন নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছে।
এই খবর জানিয়েছে ‘নাইট ফ্রাঙ্ক’ নামে একটি আন্তর্জাতিক মানের পরিসংখ্যান এক্সপার্ট সংস্থা।
করোনার সময়ে ভারতে আর্থিক বৈষম্য বেড়েছে বলে আগেই দাবি করেছিল কিছু ছোট বড় মাঝারি সংস্থা। আর এখন এই দাবি করছে আন্তর্জাতিক সংস্থাটি। সংস্থার মতে ২০২১সালে বিলিওনিয়ারের মোট সংখ্যার দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানে আছে ভারত। সংস্থার বার্ষিক রিপোর্টে জানান হয়েছে প্রায় ৩কোটি ডলারের বেশী সম্পদ রয়েছে এমন ভারতীয়র সংখ্যা গত এক বছরে এগারো শতাংশ বেড়েছে।
ইক্যুইটি ও ডিজিটাল রেভলিউশনের হাত ধরেই এই বাড়বাড়ন্ত বলে দাবি ‘নাইট ফ্রাঙ্ক ‘সংস্থাটির।
পাশাপাশি কয়েকশো কোটি টাকার মালিকের সংখ্যাও লাফিয়ে বাড়ছে কলকাতাতে।
একটি সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী,বিগত কয়েকবছরে এ শহরে কয়েকশো কোটি টাকার মালিকদের সংখ্যা যেভাবে বেড়েছে তা টেক্কা দিয়েছে দেশের বাকি শহরগুলোকে। সমীক্ষা আরও বলছে আগামী কয়েক বছরে অনেক বেশী নজরকাড়া ধনকুবেরের সংখ্যা বাড়বে এই শহরে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.