তিউনিশিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহত ১৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। তারা ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। ডুবে যাওয়া নৌকা থেকে অন্তত ১৪টি লাশ উদ্ধার করা হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিউনিশিয়ার উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে জানান, বুধবার (৮ মার্চ) রাতে কোস্টগার্ডের একটি দল ভূমধ্যসাগরে তিউনিসিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৫৪ অভিবাসীকে জীবিত ও ১৪টি মৃতদেহ উদ্ধার করেছে। নৌকার যাত্রীরা সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

উল্লেখ্য, সম্প্রতি তিউনিসিয়া ও লিবিয়া হয়ে ইতালিতে যাওয়া অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা ইউরোপে পৌঁছানোর প্রয়াসে বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.