তালেবানকে সহায়তায় প্রস্তুত তুরস্ক, স্বীকৃতির ব্যাপারে যা বলল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের মানবিক সংকট মোকাবেলায় তালেবানকে সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক। তবে এখনই তালেবানের অন্তর্বর্তী সরকারকে আংকারা স্বীকৃতি দিচ্ছে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত চাভাসুগলু তালেবানের সফররত প্রতিনিধি দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এই তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা তালেবানের বর্তমান সরকারের সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেছি। আসলে সরকারের সঙ্গে সম্পৃক্ততা আর স্বীকৃতি দুইটি ভিন্ন বিষয়।
তিনি আরও বলেন, আফগান অর্থনীতির পতন ঠেকানো উচিত। তাই আমরা বহির্বিশ্বে আফগানিস্তানের ব্যাংক অ্যাকাউন্ট যেসব দেশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তাদের আমরা আরেকটু নমনীয় হওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছি।
আফগান সরকার কর্মীদের বেতন দিতে পারে এজন্যই এই আহ্বান জানানো হয়েছে বলে জানা তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর নেতৃত্বে তুরস্কে গিয়েছে তালেবান প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তালেবান প্রতিনিধি দল তুরস্কের রাজধানী আংকারায় পৌঁছালে তাদেরকে স্বাগত জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসুগলু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.