ঢাকা-দিল্লি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক আসামে চলতি মাসেই অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ হতে শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একথা জানান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ মাসে আসামে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক হচ্ছে নাকি শুধু দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে।’
পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংঘাত, যুদ্ধ-বিগ্রহ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরিপ্রেক্ষিতে আমরা আঞ্চলিক কানেক্টিভিটি ও শক্তি কীভাবে বাড়াতে পারি, সেটি নিয়ে আমরা আলোচনা করছি এবং আগামীতে আরও করবো।’ সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে এ নিয়ে আলোচনাও হয়েছে বলে জানান এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন একটি ঝামেলায় পড়া গেছে এবং সেজন্য আমাদের দিকে তাকাচ্ছে বেশি করে। আমরা আরও আঞ্চলিক বৈঠক করবো। প্রথমে আমরা দ্বিপাক্ষিকভাবে করবো এবং পরে আমরা অন্যদের সঙ্গে কথা বলবো।’
পুরো অঞ্চলের উন্নতি হলে উন্নয়ন টেকসই হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘কভিড সময়ে আমরা একটি বার্তা সবাইকে দিয়েছি যে, আমরা এই পুরো অঞ্চলের উন্নতি চাই।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.