ড. কামাল হোসেনর সংবাদ সম্মেলন করবেন আজ।

ঢাকা প্রতিনিধি: আজ সোমবার সারাদেশে নির্বাচনী পরিবেশ ও অর্থনৈতিক পরিকল্পনা জানতে সংবাদ সম্মেলন করবেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলনে দেশের অর্থনৈতিক উন্নয়নে তার দলের পরিকল্পনা প্রকাশ করা হবে।

গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক সাংবাদিকদের জানান, আজ বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবে গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়া দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের কিছু মৌলিক পরিকল্পনা তুলে ধরবেন। কীভাবে দেশের সব মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা যায় এবং বৈষম্য দূর করা যায়, রেজা কিবরিয়া সে সম্পর্কে কথা বলবেন।

এর আগে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং দলের পর্যবেক্ষণ তুলে ধরেন।

এসময় তিনি বলেন, এখনও নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা হয়নি। এজন্য নির্বাচন কমিশনের সমালোচনা করেন তিনি।

ড. কামাল বলেন, ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের রদবদল জরুরি। এবিষয়ে ঐক্যফ্রন্ট থেকে ইসিকে আগেই অবহিত করেছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.