ডেল্টা প্লাস করোনায় প্রথম মৃত্যু দেখলো মুম্বাই

(ডেল্টা প্লাস করোনায় প্রথম মৃত্যু দেখলো মুম্বাই–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে প্রথমবারের মতো ডেল্টা প্লাস করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, এতে ৬৩ বছর বয়সী এক নারী মারা গেছেন। তিনি করোনার টিকা নিয়েছিলেন তবুও প্রাণ হারালেন।
আজ শুক্রবার (১৩ আগস্ট) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এর আগে মহারাষ্ট্রের রত্নাগিরিতে এক ৮০ বছরের বৃদ্ধা ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের স্বাস্থ্য দফতর বলছে, মৃত্যুর পর ওই নারীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। গত বুধবার (১১ আগস্ট) সেই রিপোর্ট হাতে পৌঁছেছে। ওই নারীর দুই ঘনিষ্ঠজনও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তবে, মৃত নারী শহর ছেড়ে অন্য কোথাও ভ্রমণ করেননি।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে এখন পর্যন্ত সাত জনসহ মহারাষ্ট্রে মোট ১৩ জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এরমধ্যে পুনেতে তিন জন, নান্দিদ, গন্ডিয়া, রাইগাদ ও পালগারে দুজন করে এবং চন্দ্রপুর ও আলোকায় একজন করে শনাক্ত হয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.