আফগানিস্তান থেকে দূতাবাস কর্মীদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র, ৩ হাজার সৈন্য মোতায়েন

(আফগানিস্তান থেকে দূতাবাস কর্মীদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে দূতাবাস থেকে কর্মীদের সরানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দূতাবাসের কর্মীদের নিরাপদে সরিয়ে নিতে সাময়িকভাবে তিন হাজার মার্কিন সৈন্য পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, দূতাবাসে যারা সেবা দিচ্ছেন তাদের কীভাবে নিরাপদ রাখা যায় তা নির্ধারণের জন্য আমরা প্রতিদিন নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করছি।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, তালেবানদের সহিংসতার মুখে যুক্তরাষ্ট্র “আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিনিয়োগ করছে”।
এই কর্মকর্তারা আরো জানান, ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি দেখে ওয়াশিংটন কাবুলে তার বেসামরিক পদচিহ্ন হ্রাস করছে এবং আফগানদের জন্য বিশেষ অভিবাসন ভিসা ফ্লাইটের গতি বাড়িয়ে দেবে যারা দেশে মার্কিন প্রচেষ্টায় সহায়তা করেছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.