ডিমলা উপজেলাকে শতভাগ স্কাউটস উপজেলা ঘোষণা

নীলফামারী (জলঢাকা) প্রতিনিধি: সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট লিডার গঠন হওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলাকে শতভাগ স্কাউটস উপজেলা ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১-আগস্ট) দুপুরে ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার হলরুমে ভার্চুয়ালি কানেক্টেড থেকে শতভাগ স্কাউটস উপজেলা ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এসময় এমপি বলেন, একটি জাতিকে সুশৃঙ্খল জীবন যাপন সহ নৈতিক ও মানবিক মানুষ গঠনে স্কাউট আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তিনি উপজেলার সকল ইউনিট লিডারদের স্কুলে স্কুলে স্কাউট আন্দোলন জোরদার করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবতী, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশীদ, সম্পাদক আবু সাঈদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, জেলা স্কাউটস এর সম্পাদক গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি ও প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক প্রশান্ত কুমার দত্ত ও জলঢাকা উপজেলা স্কাউটস এর সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ।
ডিমলা উপজেলা স্কাউটস এর আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিট লিডারগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.