ডিএনসিসি হাসপাতালের দুজন ভারতীয় ভ্যারিয়েন্ট বাহক কিনা জানা যায়নি

ঢাকা প্রতিনিধি: মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন দুই নারীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা এখনও জানা যায়নি।
আজ রবিবার (১৬ মে) দুপুরে হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত দুই রোগীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা জানা যায়নি। তবে এ সংক্রান্ত বিস্তারিত আইইডিসিআর জানাবে। তারাই জিনোম সিকোয়েন্স করছে। এটি সময়ের ব্যাপার। আমি আজকেও কথা বলেছি, জিনোম সিকোয়েন্স সম্পন্ন হলে তারাই জানিয়ে দেবে।’
রোগী দুজন বাংলাদেশে এসেও আক্রান্ত হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ভারত থেকে এসেছেন গত ২৩ এপ্রিল। বাংলাদেশে আসার পর ওনারা যে পরিমাণ সময় অতিক্রান্ত করেছেন তাতে তিনি দেশে আসার পরও আক্রান্ত হতে পারেন। এটা আর কয়েকটা দিন পর জানা যাবে। উনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.