ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় পাঁচটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার দুপুরে বেগুনবাড়ি ইউনিয়নের বানারহাট নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ (মঙ্গলবার) তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করছেন।

 

 

ঢাকা থেকে সৈয়দপুরে জনসভায় যোগ দেয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ করেই দুর্বৃত্তরা তার গাড়ি বহরে চালায়। ওই সময় মির্জা ফখরুল গাড়িতেই ছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি। তবে গাড়ি পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলার পর গাড়ি বহরে থাকা নেতাকর্মীরা একটি জায়গায় অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল দলের মনোনয়নপত্র জমা, ইসির যাচাই-বাছাই ও প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হয়েছে। গতকাল সোমবার (১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে সকল প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী প্রচারণা অংশ নিতে পারছেন।

নির্বাচন কমিশনের (ইসি) পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.