২৪ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা প্রতিনিধি: আগামী ২৪ ডিসেম্বর সোমবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১৫ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শেষ হয়। জেএসসি ও জেডিসিতে সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লাখ ১৮ হাজার ৩৮২ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ লাখ ৫৩ হাজার ৩৮৭ জন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.