ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জের আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শতাধিক আহতদের মধ্যে হবিগঞ্জের ২০ যাত্রীর পরিচয় পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আহতদের পরিবারের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায় এবং ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন হাসপাতালে ভর্তিদের তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহরা হলেন- লাখাই উপজেলার বুল্লা গ্রামের রফিক মিয়ার ছেলে আলমগীর, আদম আলীর ছেলে মুখলেছ, নবীগঞ্জ উপজেলার বাসিন্দা আতিক মিয়ার মেয়ে আফসা খাতুন, আনোয়ার হোসেনের মেয়ে আছমা আক্তার, বানিয়াচং উপজেলার বাসিন্দা আলফু মিয়ার ছেলে আসিক মিয়া, নবীগঞ্জ উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে আতাউল, চুনারুঘাট উপজেলার বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে রাজন, বানিয়াচং উপজেলার বাসিন্দা সাধন দাসের ছেলে সুব্রত দাস, নবীগঞ্জ উপজেলার বাসিন্দা চুনু মিয়ার মেয়ে আনোয়ারা, কেজু মিয়ার চেলে রায়হান, চুনারুঘাট উপজেলার বাসিন্দা শহিদ মিয়ার ছেলে জনি, বানিয়াচং উপজেলার মুসা মিয়ার মেয়ে মীম, সোহেল মিয়ার স্ত্রী নাজমা, রফিক উল্লাহর ছেলে রেনু মিয়া, হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা আসকির মিয়ার ছেলে ধলাই মিয়া, মনজব আলীর ছেলে রাকিব, মনোহর উদ্দিনের ছেলে হাসান আলী ও আবুল কালাম। আহতরা সবাই উদয়ন ট্রেনের যাত্রী ছিলেন।

মন্দবাগ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন চৌধুরী বিটিসি নিউজকে বলেন, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর লাইনে ঢুকছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথাকে আউটারে থাকার সিগনাল দেয়া হয়েছিল। কিন্তু সেই সিগনাল অমান্য করে মূল লাইনে ঢুকে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.