টেকনাফে আইস (ক্রিস্টাল মেথ)-ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (১০ জানুয়ারি) রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন: টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার ২৪ নম্বর ক্যাম্প এলাকার মৃত আবুল বাশার ছেলে একরাম উদ্দীন (২৩) এবং কক্সবাজারের উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার মৃত ফারুকের স্ত্রী মোছাম্মদ হাসিনা (৩০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মৌলভী পাড়ায় একটি সেতুর কাছে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা ব্যাগে তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অপরদিকে, একই দিনে টেকনাফ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া এলাকায় বেগমের বাড়ির ভাড়াটিয়া হাসিনার বসতঘরে বালিশের ভেতর থেকে ৫০০ গ্রাম আইস ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.