টিএসসিতে ১০ হাজার ধাতব মুদ্রায় তৈরী বঙ্গবন্ধু’র প্রতিকৃতি

ঢাকা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ১০ হাজার ১টি ধাতব মুদ্রা দিয়ে তৈরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন কবি নূরুল হুদা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি নির্মাণ করেছেন শিল্পী সাজ্জাদ হোসেন সাঈদ। কক্সবাজারের রামু উপজেলার তরুণ শিল্পী সাজ্জাদ হোসেন সাঈদ ২ বছরের অক্লান্ত প্রচেষ্টায় বঙ্গবন্ধুকে ফুটিয়ে তুলেছেন ১০ হাজার ১টি ধাতব মুদ্রায় কোলাজ চিত্রকর্মে। সাথে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে আরো কিছু অভিনব শিল্পকর্ম।
বঙ্গবন্ধুর বাংলায় মৌলবাদের আস্ফালনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ৩ দিনব্যাপী চলবে আগামীকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.