টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ২৮

 

বিটিসি নিউজ ডেস্ক: জেলার কালিহাতিতে ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকাল সাড়ে ৫টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড পৌর এলাকার সাতুটিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনসুর আলী আরিফ জানান, থানার কাছে সাতুটিয়া এলাকায় সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকালে গুরুতর আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে পাঁচজন মারা যায়। আহত ২৫জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া না গেলেও, হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে পুলিশ জানায়।

অপরদিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার মোগলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত খলিলুর রহমান(৩৫) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল এলাকার মৃত ময়না মিয়ার ছেলে। (সূত্র: বাসস) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.