টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে উপজেলায় নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জাল উদ্ধার করে তা পুড়িয়ে দেয়া হয়। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ টি চায়না জাল এবং ৭টি কারেন্ট জাল আটক করেন বাসাইল উপজেলা মৎস্ কর্মকর্তা সৌরভ কুমার দে।
উদ্ধারকৃত চায়না জালের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা এবং কারেন্ট জালের মূল্য প্রায় পাঁচ হাজার টাকা। পরে আটককৃত চায়না জাল ও কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাসাইল উপজেলা মৎস্ কর্মকর্তা সৌরভ কুমার দে বিটিসি নিউজকে বলেন- চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। ছোট মাছ রক্ষায় এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে ব্যবহার নিষিদ্ধ এ ধরনের জালের ব্যবহার বন্ধ করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাসাইল উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.