টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ মাঠে নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে এবং ভারত রেখেছে দুটি পরিবর্তন।
আজ বুধবার বেলা ১২টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। প্রথম ম্যাচে ১ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
আজ জিতলেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ উদযাপন করতে পারবেন সাকিব-লিটনরা। প্রথম ওয়ানডেতে দশম উইকেটে মিরাজ-মুস্তাফিজের ৫১ রানের জুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে একাদশে এক পরিবর্তন নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছে। হাসান মাহমুদের পরিবর্তে দলে ডাক পেয়েছে নাসুম আহমেদ। আর ভারত দলে শাহবাজের পরিবর্তে অক্ষর প্যাটেল এবং কুলদীপ সেনের পরিবর্তে উমরান মালিক দলে জায়গা পেয়েছেন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.