টস জিতে ব্যাটিংয়ে ভারত

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। আজ রবিবার (০৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল স্বাগতিক ভারত। এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখেনি তারা। সাত ম্যাচের সবকটিতে জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। এবং প্রথম দল হিসাবে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। সেই ধারা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে রোহিত শর্মার দল। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত।
অন্যদিকে, দুর্দান্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সাত ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে প্রোটিয়ারা। নেদারল্যান্ডসের কাছে অঘটনের শিকার হলেও শেষ চার ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এবং দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করে টেম্বা বাভুমার দল। ভারতের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে প্রোটিয়ারা। গেরাল্ড কোয়ের্টজের জায়গায় একাদশে ফিরেছেন স্পিনার তাবরিশ সামশি।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও তাবরিশ সামশি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.