ঝিনাইদহের শৈলকুপায় আ: লীগের দু’গ্রপের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের শৈলকুপায় আ: লীগের দু’গ্রুপের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে আ: লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দোহারো গ্রামের নিজাম উদ্দীন (৪৮), তোফাজ্জেল হোসেন (৫৩), শহিদুল ইসলাম (৪৪)আশরাফুল ইসলাম (৩৬), শরিফুল ইসলাম (৩৫), মুক্তার হোসেন (৪৭),মনায়েম হোসেন (৪০), আব্দুর রশিদ (২৮) ও আব্দুর রাজ্জাককে (২৬) উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে আ: লীগ নেতা ইউপি মেম্বার মোশারফ হোসেন সমর্থক ফজন সরদারের জমিতে টোং দোকান তৈরি করেন সাবেক চেয়ারম্যান বোরাক আলীর সমর্থক আবু বকর। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা গ্রাম্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে ১৫ জন আহত এবং ৭-৮টি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি মো. বজলুর রহমান বিটিসি নিউজকে জানান, সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি শান্ত রাখতে দোহারো গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.