জয় পেতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা জয়ের ঢেঁকুর তোলার পর পরই টোকিও অলিম্পিকে ধাক্কা খেল আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ২-০ ব্যবধানে হেরে গেল লিওনেল মেসির দেশের দল।
আজ রবিবার (২৫ জুলাই) মোহামেদ সালাহর মিসরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। যদিও সালাহ খেলছেন না এবারের অলিম্পিকে।
ম্যাচে জয়ের ছাড়া বিকল্প দেখছেন না আর্জেন্টাইন কোচ অফার্নান্দো বাতিস্তা। ঘুরে দাঁড়ানোর ম্যাচে আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে মাঠে নামছেন তিনি।
অলিম্পিক দলের কাছে আলবিসেলেস্তেরা হেরে গেছে। আগের ম্যাচে লাল কার্ড দেখায় আজ ওরতেগা নেই একাদশে। যা জানাই ছিল। তবে কলম্বাত্তো ও ভ্যালেনজুয়েলাকেও রাখা হয়নি শুরুর একাদশে। তাদের জায়গায় এসেছেন ব্রাভো, পায়েরো এবং ভেগা।
অলিম্পিকে এর আগে একবারই মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মিশর। ১৯২৮ সালের আমস্টারডাম গেমসের সেমিফাইনালে মিশরকে ৬-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল আলবিসেলেস্তেরা।
তবে এতো পুরনো সুখস্মৃতি রোমন্থন করে কোনো লাভ নেই জানেন অফার্নান্দো বাতিস্তা।
আর্জেন্টিনার শুরুর একাদশ: জেরেমিয়া লেডেসমা, হার্নান ডে লা ফুয়েন্তে, নেহুয়েন পেরেজ, ফাকুন্দো মেদিনা, ক্লাউদিও ব্রাভো, মার্টিন পায়েরো, ফাউস্তো ভেরা, পেদ্রো ডে লা ভেগা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকুয়েল বারকো, এডলফো গাইচ।
মিশরের শুরুর একাদশ: এল শেনাওয়ে, আহমেদ এল ফতুহ, হামদি এম, হেগাযি, গালাল ও, এল ইরাকি, হামদি এ, তৌফিক, সোভি, ইয়াসির রাইয়ান ও মোহসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.