জ্বালানির ছেঁকা

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতবছর ২২শে মার্চ জনতা কার্ফু থেকে বিকেলে বাড়ি বাড়িতে নিদান দিয়েছিলেন থালা বাজান ও হাততালি দেবার। এবার এই দিনটি থেকে হাত তালি দিতে গিয়ে জনতার হাতে ছেঁকা লাগছে জ্বালানির দাম বৃদ্ধিতে। একদিনে পঞ্চাশ টাকা গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি তথা পেট্রোল লিটার প্রতি ১০৫ টাকা ও ডিজেল ৯০টাকার বেশী।
করোনা আবহের পর ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্ম শুরু হলেও মহামারির শেষ এখনও হয় নি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবণী আছে। তারপর জ্বালানির এতটাই মূল্যবৃদ্ধি সেই সাথে নিত্যদিনের সামগ্রিরও রোজই মূল্যবৃদ্ধির দিকে।এই অবস্থায় ফুসছে আমজনতা।
কেউ কেউ বাসিন্দাতো বলেই ফেললেন এবার কি তাহলে গ্যাসের সিলিন্ডার নিয়ে বারন্দায় হাঁকডাক করতে হবে না সিলিন্ডারে বারি মারতে হবে।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এদিন দিনভর সোশ্যাল মিডিয়ায় জোকস মিম দেখা গিয়েছে।তাতে কেউ লিখছেন ,দু-বছর আগে ‘গো করোনা গো’ স্লোগান উঠেছিল। আর এবারের আওয়াজ ‘গ্যাস কো লেকর ইনসাফ দো’
আবার কোন জায়গায় লেখা হয়েছে, একলাফে ৫০ টাকা গ্যাসের দাম বাড়ল -একেই বলে বিকাশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.