জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের খেলার ফল

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের খেলায় আজ সোমবার স্বাগতিক রাজশাহী ও সফররত নারায়নগঞ্জ ১-১ গোলে ড্র করেছে।
রাজশাহীর সক্রান্তীবালা ও নারায়নগঞ্জের ইন্নি ১টি করে গোল করেন।
দিনের অন্য খেরায় সাতক্ষীরার ভরাডুবি ঘটেছে।
সুমাইয়া ও অর্পিতার হ্যাট্রিকের সুবাদে মাগুরা ৮-০ গোলের বিরাট ব্যবধানে সাতক্ষীরাকে হারায়।
সুমাইয়া ৩টি,অর্পিতা ৪টি ও নবিরুন ১টি করে গোল করেন।
আগামীকালকের খেলায় কিশারগঞ্জ, গাইবান্ধা, রংপুর ও খাগড়াছড়ী জেলা অংশ নেবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.