জি-২০ সম্মেলন উদ্বোধন করলেন মোদি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-২০ সম্মেলন উদ্বোধন করেছেন। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সময় ১১ টার দিকে মোদি জি-২০ সম্মেলন উদ্বোধন করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মোদি বলেছেন, ভারতে আপনাদের স্বাগতম। আসুন বিশ্বব্যাপী আস্থার ঘাটতি দূর করতে একসঙ্গে কাজ করি। দেশটির রাজধানী দিল্লিতে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি২০-এর শীর্ষ সম্মেলন শুরু হলো।
জি-২০ সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে ভারত মণ্ডপম, প্রগতি ময়দান থেকে সমগ্র রাজধানী। সম্মেলনকে সার্বিকভাবে সফল করতে কোনো ঘাটতি রাখেনি নরেন্দ্র মোদির সরকার। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এ বছর ভারতের সভাপতিত্বে আয়োজিত জি২০-এর থিম হলো—‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।’
নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে বসেছে জি-২০ সম্মেলন। মণ্ডপমের প্রবেশদ্বারে বসানো হয়েছে ২৭ ফুট দীর্ঘ নৃত্যরত নটরাজের মূর্তি। এছাড়া প্রগতি ময়দানসহ সমগ্র দিল্লি রঙিন আলোয় সুসজ্জিত করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.