জিম্বাবুয়ে আসছে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার

ফাইল ছবি

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে দুই দফার সফর শেষ হয়েছে। প্রথম দফায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ হার, দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডিতে টেস্ট হেরেছে টাইগাররা।

আগামী এপ্রিলের প্রথম সপ্তায় রয়েছে একটি ওয়ানডে ও শেষ টেস্ট ম্যাচ।এর মাঝেই জিম্বাবুয়ের বিপক্ষে রয়েছে পূর্ণাঙ্গ সিরিজ।

রয়েছে একটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

এর জন্য আগামী শনিবার বিকেলে বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে জাতীয় দল। ২২ ফেব্রুয়ারী একমাত্র টেস্ট ম্যাচ দিয়েই শুরু হবে সফর। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে রয়েছে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ।

মিরপুরে টেস্ট ম্যাচ শেষে সিলেটে হবে ওয়ানডে সিরিজ (১, ৩ ও ৬ মার্চ)। জিম্বাবুয়ের সফর শেষ হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে।৯ ও ১১ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।

১৫ সদস্যের জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, আইনসলে এনদোভু, ভিক্টর নায়ুচি, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.