জিনামেজু অনাথ আশ্রমে শিক্ষায় একুশে পদকে ভূষিত ড. জিনাবোধি মহাথেরোকে গণসংবর্ধনা

চট্টগ্রাম ব্যুরো: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার শিক্ষায় একুশে পদক ২০২৪ এ ভূযিত আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি মহাথেরকে ২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলার ইয়ংছায় লামা উপজেলাধীন জিনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট ও ইয়াংছা এলাকাবাসী আয়োজিত গণসংবর্ধনা ও শ্রদ্ধাভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিনামেজু অনাথ আশ্রমের পরিচালক উ. নন্দমালা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর জিনবোধি মহাথেরো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক এম. রুহুল আমিন, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জেবিএস আনন্দবোধি ভিক্ষু, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক নন্দবোধি ভিক্ষু, সমাজসেবি ও বৌদ্ধ সংগঠক রিপন বড়ুয়া, শিক্ষিকা শেলী বড়ুয়া সহ চট্টগ্রাম শহর থেকে আসা অনেকে।
এসময় লামা ও আলীকদম উপজেলার ভিক্ষু সংঘ মন্ডলী ও স্থানীয় গণমান্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগণ অধ্যাপক ড. জিনবোধি মহাথেরো কে ফুল, ক্রেস্ট ও মানপত্র দিয়ে সংবর্ধিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.