জার্মানি’র স্পেশাল ফোর্সেস কমান্ড (কেএসকে) বিলুপ্ত ঘোষণা

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির প্রতিরক্ষা দপ্তর তাদের স্পেশাল ফোর্সেস কমান্ড (কেএসকে) বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা দপ্তর জানায়, এই স্পেশাল বাহিনীতে কট্টর ডানপন্থী ও নিও নাৎসি দীক্ষায় প্রভাবিত সদস্যরা থাকতে পারে এই আশংকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। 

প্রতিরক্ষামন্ত্রী ক্রাম্প করেনবাউর বলেছেন, তাদের নেয়া তদন্তে দেখা যায় কেএসকে বিশেষ বাহিনী সেনাবাহিনীতে একটি গোপন সেল সৃষ্টি করেছে এবং তারা নোংরা নেতৃত্বে নিয়োজিত প্রমাণিত হলে কেএসকে নিষিদ্ধ করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একজন মুখপাত্র বলেন, ‘ডানপন্থী, বামপন্থী অথবা ইসলামিস্ট কারুরই জার্মানির সেনাবাহিনীতে জায়গা নেই। জার্মানির সেনা সংখ্যা ২,৫০০০০ বেশি।’ (সূত্র: ভয়েস অব আমেরিকা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.