জামালপুর ২৪ ঘন্টায় আরও ৩৪ জনের করোনা সনাক্ত

জামালপুর প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় জামালপুর জেলায় আরও ৩৪ জন কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। আজ শনিবার (১০ জুলাই) জামালপুর জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৩৩ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে আরএ টেস্টে ৬ টি নমুনা পরীক্ষায় ১ জন অর্থাৎ মোট ১৭০ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৩৪ জন।
এর মধ্যে (জামালপুর সদর- ১৮ জন, মেলান্দহ- ২ জন, মাদারগঞ্জ- ১ জন, ইসলামপুর- ১১ জন ও  সরিষাবাড়ী- ২ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বমোট সংক্রমণ শনাক্ত ৩৩৬৭ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- ডিসি অফিস ২ জন, মনিরাজপুর, পুরাতন অব্দা, দেওয়ানপাড়া, রশিদপুর, তিতপল্যা, খুপিবাড়ী, সর্দারপাড়া, বোষপাড়া, মুকুন্দবাড়ী,পিবিআই, নারিকেলী, শাহপুর, নরুন্দী ২ জন, কাছারীপাড়া ও বোর্ডঘর।
মেলান্দহ- মেলান্দহ ও পচাঁবহলা। মাদারগঞ্জ- দিঘলকান্দি।
ইসলামপুর- ইসলামপুর, গোয়ালের চর, টেংরাকূড়া ২ জন, রায়েরপাড়া, দরিয়াবাদ ৩ জন, বেলগাছা, গঙ্গাপাড়া ও কিংজাল্লাহ। সরিষাবাড়ী উপজেলা- আদ্রা ও বড়বাড়ীয়া।
সর্বশেষ সুস্থ ২৫ জন (জামালপুর সদর ১০ জন, মেলান্দহ ১ জন, মাদারগঞ্জ ১ জন, ইসলামপুর ২ জন ও সরিষাবাড়ী ১১ জন)। সর্বমোট সুস্থ ২৬৭৪ জন। জেলায় সর্বমোট মৃত্যু ৬৪ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ ২৫৩ টি।
সর্বশেষ নমুনা পরীক্ষা ১৭০ টি।
সর্বশেষ নমুনা পরীক্ষা পেন্ডিং ৮৩ টি। সর্বমোট নমুনা পরীক্ষা ২৭৫৭২ টি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.