খড়গপুরের সমস্ত কনটাইনমেন্ট এলাকায় ড্রোন দিয়ে নজরদারি জেলা পুলিশের (ভিডিও)

বিশেষ (ভারত) প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার অন্তর্গত ১৩, ১৫, ৩১, ৩২ ও ৩৫ এই পাঁচটি ওয়ার্ড কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (১০ জুলাই) এই কন্টাইন্মেন্ট এলাকার বিভিন্ন জায়গায় খড়গপুর টাউন থানার পুলিশের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে। যাতে কেউ প্রশাসনের নির্দেশ অমান্য করে বাড়ির বাইরে না বেরোয়।
বাড়িতেই থেকেই প্রশাসনের সহযোগিতা করে সেই লক্ষ্যেই এমনটাই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.