জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি সুমন মিয়া

জামালপুর প্রতিনিধি: জামালপুর পুলিশের শ্রেষ্ঠ সার্কেল পুরস্কার পেয়েছেন ইসলামপুর থানার পুলিশের সার্কেল সিনিয়র এএসপি সুমন মিয়া।
গতকাল রবিবার (০৯ মে) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা এই পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার ৭টি থানার পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যেমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন বিষয়ে সকলের সাথে মতবিনিময় করেন।
সভায় জেলার বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য শ্রেষ্ঠ সার্কেল পুরস্কার পেয়েছেন সিনিয়র এএসপি সুমন মিয়া এবং বিভিন্ন পর্যায়ে ১১ জন কর্মকর্তা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ রাকিবুল হাসান রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার  হালিমুল হারুন, সদর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান এবং সকল থানার অফিসার ইন-চার্জসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.