জাপানে টাইফুনে বিদ্যুৎবিচ্ছিন্ন লাখো মানুষ, নিহত-২

বিটিসি আন্তর্জাতিক ডেস্কজাপানে টাইফুনে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। এতে নিহত হয়েছেন অন্তত দুইজন। আজ শনিবার দেশটির রাজধানী টোকিওয়ের পার্শ্ববর্তী শিজুকা শহরে তারা নিহত হন।
খবরে বলা হয়েছে, টাইফুনের কারণে ওই এলাকা ভারী বর্ষণ হচ্ছে। প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সৃষ্টি হয়েছে ভূমিধসের। এই ভূমিধসে নিহত একজনের বয়স ৪০। খাদে পড়া গাড়িতে পাওয়া যায় ২৯ বছর বয়সী আরেকজনের মরদেহ।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের পরিমাণ ৪১৭ মিলিমিটার, অন্যদিকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার।
সরকারি প্রতিষ্ঠানটি আগেই ভারী বর্ষণ ও ভূমিধসের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছিল। ভূমিধসের কারণে ভেঙে পড়েছে দুটি বৈদ্যুতিক টাওয়ার। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১ লাখ ২০ হাজার বাড়ি। এমনটাই জানিয়েছে চুবু ইলেকট্রিক পাওয়ার গ্রিড কোম্পানি। সংযোগ ফিরে পেতে আরো সময়ের প্রয়োজন বলে টুইটারে জানিয়েছে কোম্পানিটি।
অপরদিকে টোকিও থেকে ৩০ কিলোমিটার দক্ষিণের ইয়োকোহামা শহরের বাসিন্দাদের আজ দুপুরের মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.