হিজাব বিরোধী বিক্ষোভ: ইরানের ওপর দেওয়া ইন্টারনেট নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইরানের চলমান বিক্ষোভ কেন্দ্র করে দেশটির ওপর দেওয়া ইন্টারনেট নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যন্থনি ব্লিনকেন বলেন, ‘আমরা ইরানের মানুষদের সাহায্য করতে যাচ্ছি। তাদেরকে অন্ধকারে বিচ্ছিন্ন করে রাখা যাবে না।’
ইরানের আইন অনুযাযী ‘ঠিকমতো’ হিজাব না পরার অপরাধে নীতি পুলিশের অত্যাচারে মাশা আমিনি নামের এক কুর্দি নারীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানের নানা অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এই বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সংঘর্ষে অন্তত ৩৫ নিহত হয়েছেন। টানা নয় দিন ধরে এখনও দেশটির নানা শহরে বিক্ষোভ চলছে।
ব্লিনকেন জানান, ইরানের জনগণের মৌলিক অধিকারের দাবির সাথে একাত্মতা জানাতেই আংশিকভাবে ইন্টারনেটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। (সূত্র: বিবিসি)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.