জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে স্বপ্নের শিক্ষালয়ের উপকরণ বিতরণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: “স্বপ্ন মোদের মানসম্মত শিক্ষা” শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলার পাঠান পাড়া কিসামত পাড়ায় এলাকার ঝরে পড়া শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে স্বপ্নের শিক্ষালয়ের উদ্বোধন করা হয়।

গ্রামের সুবিধা বঞ্চিত ঝড়ে পড়া শিশুদের আধুনিক শিক্ষা প্রদানের লক্ষ্যেই কয়েকজন পি.এস এবং রোভারদের হাত ধরে “স্বপ্ন অর্জনে আমরা” নামে এই পাঠশালার গতকাল শনিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়। পরে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন, প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আকাশ খান।

এসময় উপস্থিত ছিলেন, কমিটির কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, শিশু ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উম্মে সালমা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.