জলঢাকায় মোটরসাইকেল চুরি আটক-১

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় মসজিদের সামন থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় লেলিন হোসেন(২৩) নামের এক যুবককে ধাওয়া করে ধরে ফেলেছে পুলিশ।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বেরুবন্দ বাজারে এ ঘটনা ঘটে।
মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম জানান, উত্তর বেরুবন্দ মসজিদের সামনে হিরো সাইন-১২৫ সিসি মোটর সাইকেল রেখে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি বেরুবন্দহাট জামে মসজিদে নামায আদায় করার জন্য মসজিদের ভিতর যায়।
এসময় উপজেলার বালাগ্রাম ইউনিয়নের মোফাজ্জল হোসেনের ছেলে লেলিন হোসেন (২৩) চুরি করে পালানোর সময় জনতা ধাওয়া করলে বারোমাসি ঘাট নামক এলাকায় পৌছালে অভিযুক্ত মোটরসাইকেল চোর লেলিন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে আমরা তাকে মোটরসাইকেলে গিয়ে নিয়ে আসি।
এব্যাপারে জলঢাকা থানায় একটি চুরি মামলা করা হয় যাহার মামলা নং-০৫, তারিখ- ০৮/০১/২০২১ইং
এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় লেলিন নামে এক মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.