জলঢাকায় মেয়র পদে ৭ ও কাউন্সিলর পদে ৬৩ জনের মনোনয়ন দাখিল

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩য় ধাপের নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থীসহ ৭০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জানা গেছে, গতকাল বুধবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও জলঢাকা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।
মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোহসিন আলী, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী ,জাতীয় পার্টির মনোনিত লাঙ্গল প্রতিকে আফরোজা পারভীন, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু, শাহ মোঃ জিয়াউর রহমান চৌধুরী, সাবিনা আকতার ও মেয়র পত্নী মোছাঃ ইফফাত আরা জান্নাত।
এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৪৪ ও ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৯ জন মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জল হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ পৌরসভায় ৩৩ হাজার ৬ শত ৩৪ জন ভোটার আগামী ৩০ জানুয়ারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ৩রা জানুয়ারী যাচাই-বাছাই ও ১০ই জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য্য করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.