জলঢাকায় মাদক-সন্ত্রাস-উগ্রবাদ-জুয়া -ইভটিজিং বিরোধী সভা অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: “মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মাদক, সন্ত্রাস, উগ্রবাদ, জুয়া ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম)।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, জলঢাকা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জিকরুল হক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন এস ,আই বদরুদ্দোজা  বাদল।

সভায় প্রধান অতিথি বলেন, পুলিশকে মানুষ ভয় পাবে তবে সব শ্রেনীর মানুষ নয়। ভয় পাবে দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদক সেবক, জুয়ারু ও সমাজবিরোধীরা। থানা পুলিশ হবে ভাল মানুষের আশ্রয় স্থল।

এছাড়াও তিনি সর্বস্তরের মানুষকে সুন্দর সমাজ গঠনে জলঢাকা থানা পুলিশকে সহযোগীতা করার আহবান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.