জলঢাকায় ভূমিকম্প উপর সচেতনতামূলক মহড়া ও সভা

জলঢাকা প্রতিনিধিঃ  নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় শিশু কিশোরদের নিয়ে ভূমিকম্প উপর সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গত বুধবার সকালে উপজেলার কালিগঞ্জ পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গনে ঢাকা আহসানিয়া মিশন ও কিউ আই ই এস ডি প্রকল্পের সহযোগীতায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক শিরীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা আহসানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক দীপক রায়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা আহসানিয়া মিশনের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জিয়াউর রহমান ও কমিউনিটি ফ্যাসিলেটেটর হরি রায় প্রমুখ।

কিভাবে ভূমিকম্প হতে রক্ষা পাওয়া যায় তার উপর সচেতনতামূলক আলোচনা ও শিশু কিশোরদের অংশগ্রহনে মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়াও সভায় দুুর্যোগ পুর্ববতী, দুর্যোগকালীন ও দুুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.