জলঢাকায় প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্তি’র দাবীতে মানববন্ধন-র‌্যালী ও স্বারকলিপি প্রদান

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্তি’র দাবীতে মানববন্ধন-র‌্যালী ও স্বারকলিপি প্রদান করেছেন নীলফামারী জেলা কমিটি।
প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্ত প্রদানের স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধাদি প্রদান নিশ্চিতকরণ, সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান, সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ী পাঠ্যবই বিতরণ নিশ্চিতকরণসহ ১১ দফা দাবী নিয়ে মানববন্ধন করেছে নীলফামারী জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণ।
এ মানববন্ধন আজ রোববার দুপুরে জলঢাকা জিরোপয়েন্ট মোড়ে ঘন্টাব্যাপী পালন করেন। জেলা সাধারণ সম্পাদক হাসানুর হাবীবের অনুষ্ঠান সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল হায়দার লেলিন, সহ-সভাপতি আতাউর রহমান, শিক্ষিকা শ্যামলী বেগমসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে আসলেও অদ্যবধি বিদ্যালয়গুলোকে এমপিওভূক্ত না করায় নীলফামারী জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগণ মানবেতর জীবনযাপন করছেন।
তাই মানবিক দিক বিবেচনা করে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভূক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেন এ মানববন্ধন থেকে। আলোচনা ও র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের বরাবরে স্মারক লিপি প্রদান করেন জেলা কমিটির সকল শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.