জলঢাকায় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নিরাপদ সমাজ গড়ি- নারী নির্যাতন বন্ধ করি, এর প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারী জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নে আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শৌলমারী ১০নং বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জলঢাকা থানার আয়োজনে ও নির্ভিক অফিসার-এসআই জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানজিৎ কুমার রায় পলাশ, শৌলমারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আতিয়ার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য মাহমুদা বেগম, ইউপি সদস্য আসাদুজ্জামান,।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোকছেদুর রহমান-সবুজ, ভরত চন্দ্র সরকার, মনারুল ইসলাম, লুৎফর রহমান, রাহাত আলী-লালসহ শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, গ্রাম পুলিশ, সমাজ সেবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, জলঢাকা পৌরসভাসহ ১১টি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: শচীন চন্দ্র রায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.