জলঢাকায় কৈমারী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৭৫১টি পরিবার


জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় আজ রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার “ত্রান খাদ্য সামগ্রী” বিতরণ করেন কৈমারী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন তরুন প্রজন্মের কান্ডারী, সু-চতুর ও সুযোগ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু।
জানা গেছে, এ ইউনিয়ন পরিষদে ৭ শত ৫১টি সুবিধাভোগী পরিবারের মাঝে এ ত্রান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব মানিক চন্দ্র রায়, ইউপি সদস্য মতিয়ার রহমান, মামুনুর রশিদ, তমিজ উদ্দিন, ঝড়িয়া বর্ম্মন, আব্দুর রাজ্জাক, তবিবর রহমান, জবেদুল ইসলাম, ডালিম কুমার, রশিদুল ইসলাম রুবেল, গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাল, এক লিটার তেল, ১ কেজি লবণ, দেড় কেজি আলু ও হাফ কেজি ডাল।
এ খাদ্য সামগ্রী বিতরণকালে কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু জানান, আমার ইউনিয়নে এ করোনা মহামারিতে সরকারিভাবে যেটুকু ত্রাণ আসবে আমি চেষ্টা করবো ক্ষতিগ্রস্থ, অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে বিতরণ করার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.