জলঢাকায় কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক নীলফামারীর জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে বাড়ীতে থাকা কর্মহীন শ্রমিকসহ মোট ১ শত ৩১ জনের মাঝে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ডাল ও ১ টি করে সাবান বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে বাসষ্ট্যান্ডে ট্রাক ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী  বিতরণ করেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট।
এসময় উপস্থিত ছিলেন- ট্রাক ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, সাংগঠনিক সম্পাদক  জাহেদুল ইসলামসহ অনেকে।
এসময় পৌর মেয়র বলেন, ট্রাক ট্যাংলড়ি অফিসে ৮৬ জন শ্রমিক ও নাইটগার্ড ১৯ জনসহ পৌর অফিসে থেকে অসহায় কর্মহীন ২৬ জন মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.