জলঢাকায় কঠোর লকডাউনে ১৪ জনের জরিমানা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নীলফামারীর জলঢাকা উপজেলায় কঠোর লকডাউন চলছে। সরকারি বিধিনিষেধ যথাযথভাবে পালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনী, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা।
আজ শনিবার (১০ জুলাই) সকালে জলঢাকা পৌর শহরের বিভিন্ন জায়গায় ও বিভিন্ন ইউনিয়নের বাজারে বিধি নিষেধ অমান্য করায় দন্ডবিধী ১৮৮,২৬৯ ধারায় ১৪ টি মামলায় ১৪ জনের কাছে ১৭ হাজার ৬ শত টাকা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া।
এসময় উপজেলা প্রশাসনের মোবাইল টিমের সাথে কাজ করেছে সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা। এসয়ম সহকারী কমিশনার সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া বিটিসি নিউজকে জানান আমি খবর পেলাম মীরগঞ্জে হাট হচ্ছে। আর হাট ইজারাদার বলেছে আমরা এটা অনুমতি পেয়েছি।
তবে আমরা ডিসি অফিস থেকে কোন নির্দেশনা পাইনি তাই  এখানে এসে আমরা হাট বন্ধ করে দিয়েছি। এবং বলেছি পর্বতী নির্দেশনার আগ পর্যন্ত এ ভাবে হাট বসানো যাবে না। আরও বলেছি যখন নির্দেশনা আসবে ও গাইডলাইন আসবে সেই অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী হাট পরিচালনা করা হবে। তার আগ পর্যন্ত হাট এভাবে পরিচালনা করা যাবে না। সেইটা আমি তাদেরকে বলে দিয়েছি।
তিনি আরও বলেন, করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারের বিধি নিষেধ মানাতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। তাই তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা সহ অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য সর্বসাধারনের প্রতি  আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.