জলঢাকায় অভ্যন্তরিন বোরো ধান ও চাল সংগ্রহ শুভ উদ্বোধন 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী রজলঢাকায় বোরো ধান, চাল ও গম সংগ্রহ শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য। জানাগেছে আজ বুধবার (৩ জুন) সকালে স্থানীয় এল এস ডি খাদ্য গুদাম মাঠে ফিতা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মধ্যদিয়ে সরাসরি কৃষকদের নিকট থেকে উৎপাদিত ফসল সংগ্রহ করবে স্থানীয় খাদ্য গুদাম।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি মহী উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ্ মোহাম্মাদ মাহফুজুল হক।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জগদিশ চন্দ্র রায়, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, উপ-খাদ্য পরিদর্শক হাসান মোহাম্মাদ আজিজুল হাকিম প্রমুখ।
খাদ্য কর্মকর্তা সুলতানুল ইসলাম সুমন বক্তব্যে বলেন, এবারের চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহ্ হবে ৩ হাজার ৪৮ মেট্টিক টন, চাল সংগ্রহ হবে ৪১ শত ৬৪ মেট্টিক টন, গম সংগ্রহ হবে ১ শত ৫৪ মেট্টিক টন,আগামী ৩১শে আগষ্ট পর্যন্ত লটারীর মাধ্যমে বাছাইকৃত কৃষকদের নিকট থেকে সরাসরি ফসলাদী ক্রয় করা হবে।
তিনি আরো বলেন, সরকার নির্ধারিত ন্যায্য মুল্যে কৃষকদয় তাদের ফসল বিক্রি করতে পারবে।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মেজর রানা মোহাম্মাদ সোহেল (অবঃ) বলেন, কৃষকরা তাদের উৎপাদিত ফসল সরাসরি সরকারের কাছে বিক্রি করবে সরকার নির্ধারিত মুল্যে। এতে কৃষক উপকৃত হবে।
কৃষকের সার্বিক বিষয় বিবেচনা করে সরকার এ স্বীদ্ধান্ত গ্রহন করেছে। চাল সংগ্রহ সেই সিন্ডিকেটদের প্রতি কঠোর হুশিয়ারী দিয়ে এমপি বলেন এ চাল সংগ্রহ অভিযানে যদি কোন প্রকার দুর্নীতির ঘটনা ঘটে  তবে তা কঠিন হস্তে দমন করা হবে। এ নির্দেশ সরকার প্রধানের। তাই কোনরুপ দুর্নীতি করার চেষ্টা করবেন না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.