জলঢাকায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস,২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা,থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির,পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রানী সম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এ.এইচ.এম রেজওয়ানুল কবীর, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন ভেন্ডার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.