জলঢাকায় “জন্মভুমি” কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় “জন্মভুমি” কবিতার কবিতার বই মোড়ক উন্মোচন।
সোমবার বিকালে জলঢাকা প্রেস ক্লাব হলরুমে জলতরঙ্গ সাহিত্য পরিষদের উদ্দ্যোগে কবি স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হকের জন্মভুমি নামক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা কবি ও ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ানুল হক কবির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহীদ হোসেন রুবেল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের ডাঃ নাহিদা হক স্মৃতি, প্রেস ক্লাবের সদস্য সচিব শরিফুল ইসলাম প্রিন্স, রির্পোটার্স ইউনিটির সভাপতি মৃত্যুঞ্জয় রায,জলতরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি আসাদুজ্জামান স্টালিন, প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক সাংবাদিক মর্তুজা ইসলাম, সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,মাইদুল হাসান,এরশাদ আলম জলতরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক তহিবুর রহমান লেলিন, প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হকের লেখা জন্মভুমি নামক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.