জলঢাকায় গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানের দাফন সম্পন্ন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলা ৪ নং গোলনা ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মশিউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সকলের প্রিয় চেয়ারম্যান মশিউর রহমানকে শেষ বিদয়া জানাতে হাজার হাজার মানুষ মঙ্গলবার (৯ মে) সকাল ১১ টায় তার জানাজায় অংশগ্রহণ করে।
জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
গত শনিবার (৬ মে) দুপুরে মরহুম মশিউর রহমান চেয়ারম্যান হৃদ রোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ICU তে ভর্তি করা হয়।পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ মে) সকালে তিনি মৃত্যুবরন করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আ’লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,রংপুর মহানগর আ’লীগের সাবেক সভাপতি সফিয়ার রহমান সাফি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা,উপজেলা নির্বাহী অফিস ময়নুল ইসলাম,পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে আজাদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুটামা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শামীম, যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,যুবলীগ নেতা আক্তারুজ্জামান বাবু,আজম বাদশা সাবু,মৃনাল বিশ্বাস,উপজেলার ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানগন,ইউপি সদস্যবৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দ,সামাজিক সংগঠন ‘বন্ধন’এর সভাপতি/সম্পাদক,সদস্যবৃন্দ ,সুশীল সমাজ সহ অনেকে।
এদিকে মরহুমের ছোটভাই উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাহেদ আলী পরিবার পক্ষ থেকে সবার কাছে ভাই ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.