জলঢাকায় ইউএনওর প্রেস ব্রিফিং

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় আগামী ২২ মার্চ ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ -২ প্রকল্পের ৪র্থ পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে উপজেলা হলরুমে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।  
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র রায়, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার, কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক,ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল ও স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম বলেন, ৪র্থ পর্যায়ে এ উপজেলায় ৫টি ইউনিয়নে ১০৩টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে আগামীকাল জমিসহ ঘরের চাবি তুলে দেওয়া হবে।
বুধবার সকাল ৯ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.