জয়পুরহাট-১ আসনের নৌকার প্রার্থী দুদু এমপির মনোনয়নপত্র জমা দান

জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়ে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিলেন জয়পুরহাট-১ আসনের এমপি আলহাজ এ্যাড.সামছুল আলম দুদু-এমপি। সন্ধায় জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর নিকট তার অফিস কক্ষে তার এই মনোনয়ন পত্রটি জমা দেন।
জানা যায়, ২০১৪ ও ২০১৮ সালে এ আসনে এমপি হওয়ায় এবারের তিনি নৌকার হেট্রিক এমপি হতে পারেন। জয়পুরহাট সদর-পাঁচবিবি উপজেলার সমন্বয়ে জয়পুরহাট-১ আসন গঠিত।
এ আসন থেকে আ’লীগের ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। মনোনয়নপত্র জমা দানের সময় এমপি দুদুর সঙ্গে উপস্থিত ছিলেন, জয়পু্রহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সম্পাদক এস এম সোলায়মান আলী, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দীক মন্ডল, সাধারণ সম্পাদক কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে আব্দুল হক শেখ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আরিফুর রহমান ইস্তি, পাঁচবিবি উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান এস,এম রবিউল আলম চৌধুরী পিন্টু,সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিন্নুর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন মন্ডল, আওলাই ইউনিয়ন আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ, উপজেলা আ,লীগের সদস্য জাহিনুর ইসলাম, সাংবাদিক শাহ সুলতান আহমেদ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শৈশবসহ বিভিন্ন স্তরের তৃণমূল পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা দানের পর সাংবাদিকদের এক প্রেসব্রিফিং কালে এমপি সামছুল আলম দুদু-এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করব। নির্বাচিত হলে আমি আমার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করব এটাই আমার অঙ্গীকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জয়পুরহাট প্রতিনিধি নিরেন দাস#

Comments are closed, but trackbacks and pingbacks are open.